মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
১১/২০১৩ ২৪/০৬/১৩ইং | ২৭/০৭/১৩ইং | বাদী-রফিকুল ইসলাম, পিতা- মৃত ওয়ালী, সাং-পক্ষিয়া, ওয়ার্ড নং-০৭, ইউপি: ০৮নং পক্ষিয়া, পো: বোরহানগঞ্জ, উপজেলা : বোরহানউদ্দিন, জেলা: ভোলা। বিবাদী- সালা বেগম, স্বামী-রফিকুল ইসলাম, পিতা- ছালেক আহমদ,সাং-পক্ষিয়া, ওয়ার্ড নং-০৭, ইউপি: ০৮নং পক্ষিয়া, পো: বোরহানগঞ্জ, উপজেলা : বোরহানউদ্দিন, জেলা: ভোলা। মাদকাসক্ত থাকার কারণে পারিবারিক কলহ সৃষ্টি হয়। যা গ্রাম পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের জবানবন্দিতে বাদী ও বিবাদী উভয়েই দোষী প্রমানিত হয়। | উভয়ের দোষ প্রমানীত হওয়ায় ও তাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে উভয়কে সংশোধন করার জন্য তালাক আবেদন বাতিল ও পারিবারিক সমঝোতায় থাকতে বলা হয়। |
২৩/২০১৪ ২০/০৮/১৪ই | ১৫/০৯/১৪ ইং | বাদী-আব্দুস সালাম, পিতা- মৃত জয়নাল আবেদিন, সাং-পক্ষিয়া, ওয়ার্ড নং-০২, ইউপি: ০৮নং পক্ষিয়া, পো: বোরহানগঞ্জ, উপজেলা : বোরহানউদ্দিন, জেলা: ভোলা। বিবাদী- মো: রফিক, পিতা- মৃত জয়নাল আবেদিন, সাং-পক্ষিয়া, ওয়ার্ড নং-০২, ইউপি: ০৮নং পক্ষিয়া, পো: বোরহানগঞ্জ, উপজেলা : বোরহানউদ্দিন, জেলা: ভোলা। পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে। দুই ভাইয়ের দন্দ হয়। এবং পরবর্তীতে তা ইউপি মেম্বারকে অবহিত করা হয়। পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের সিন্ধন্তে উভয়েই দোষী প্রমানিত হয়।
| উভয়ের দোষ প্রমানিত হওয়ায়। দুই ভাইকে পৈত্রিক সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস