Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পক্ষিয়া ইউনিয়ন
বিস্তারিত

তৌজি নং-৬৪৩৮-৩৯, পরগনা কৃষ্ণ দেবপুর, জেলা বাকেরগঞ্জ, ফরিদপুরের উপসীর কালী প্রসন্নের নামানুসারে কয়েক বছর বর্তমান বোরহানউদ্দিন উপজেলা কালীগঞ্জ নামে পরিচিত ছিল। ১৮৭২ সালের ১৫ই জানুয়ারি এই অঞ্চল সার্ব হয়। এরপর ইহা বোরহানউদ্দীন হাওলাদারের হাট নামে পরিচিতি লাভ করে। তখন বরমগঞ্জ (বর্তমান বোরহানগঞ্জ অথবা বরহানগঞ্জ বাজার) এলাকা ভট্টচার্য্যদের আর বোরহানউদ্দীন হাট এলাকা হাওলাদারদের ছিল। ১৯৩৯ সালের  দিকে বর্তমান বোরহানউদ্দিন জামে মসজিদের মুসল্লিদের ব্যবহারের  নিমিত্তে তৈরী পুকুরের ঘাটলা বন্ধ করে দেওয়ায় মুসলমানদের ভিতর বিরূপ  প্রতিক্রিয়া দেখা দেয়। প্রথমে কয়েক দখা মামলা মকদ্দমা পরে সংর্ঘস্য হয়। অনেক তিক্ততার পোলের পোড়া হতে বর্তমান থানা পর্যন্ত রাস্তার উভয় পার্ মোট ৫৫ ফুট যায়গা বোরহানউদ্দিন হাওলাদারের নামে বন্দোবস্ত নিয়ে বর্তমান নাম (বোরহানউদ্দিন) দেয়া হয়। ১৯৭৬ সালে শৈলবালা চৌধুরানীর নিকট থেকে বর্তমান থানার জায়গা বন্দোবস্ত নেয়া হয় এবং ১৯২৮ সালের ১৭ই আগষ্টের ১৮৯৬নং চিঠির বলে নিয়মিতভাবে থানার কার্যক্রম চলে আসছে। ১৯৮৩ সালের ২রা জুলাই আনুষ্ঠানিকভাবে উপজেলায় উন্নীত হয় এবং ৯টি ইউনিয়ন সমন্নয়ে এই উপজেলা গঠিত। যার মধ্যে পাকাশিয়া (পক্ষিয়া) অন্যতম।

ততকালীন ইউনিয়নের মৌজাগুল ছিল : লুমছি (লামছি) ধলি, উদয়পুর, পাকাশিয়া (পক্ষিয়া)