Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
করোনা মোকাবেলায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের বিশেষ পদক্ষেপ সমুহ
Details

করোনা মোকাবেলায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের বিশেষ পদক্ষেপ সমুহ

ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আলী আজম মুকুল এমপি মহোদয় এবং ভোলা জেলা ডিসি জনাব মাসুদ আলম ছিদ্দিক স্যারের নির্দেশে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নাগর হাওলাদার পক্ষিয়া ইউনেয়নের প্রধান বাজার বোরহানগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় দোকান যেমন- চাল, মুদি, সবজি, মাছ ও ঔষধের ফার্মেসী ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের বাজার করা প্রয়োজন তারা নিরাপদ দুরত্ব বজায় রেখে বাজার করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

বিনা প্রয়োজনে বাজারে আসতে নিষেধ করা হয়েছে।

ইউনিয়নের গরীব, অসহায় কর্মহীন ১০০ পরিবারকে ত্রান বাড়িতে পৌছে দেওয়া হয়েছে।

নিরাপদ দুরত্ব বজায় রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

পক্ষিয়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ত্রাণ দেওয়া হয়েছে।

নিরাপদ দুরত্ব বজায় রেখে নিয়মিত ভিজিডির চাল বিতরন কর হচ্ছে।

পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ নাগর হাওলাদারের নির্দেশে পক্ষিয়া ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট করোনা সচেতনতা কমিটি গঠন করা হয়েছে।

করোনা ঝুকি নিয়েও চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

যারা কোয়ারেন্টাইনে আছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে।

মাননীয় এমপি মহোদয় নিজস্ব অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে মৌসুমী ফল তরমুজ এবং মিষ্টি কুমর বিতরণ করেন।

 

 

Attachments
Publish Date
21/04/2020